“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় অরিন্দম চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ও আমি
গ্রীষ্ম সন্ধ্যারাত,মালভূমি উপত্যকা জুড়ে অন্ধকার
সামনে হ্যারিকেনের আলোয় আমার মা উজ্জ্বল
বট গাছের পাতার ভেতর থেকে হালকা বাতাস
ঘরের দেওয়ালে রবীন্দ্রনাথ
মা পড়তেন বীরপুরুষ, আমি শুনতাম
মা নিয়ে যেত কল্পনায়, আমিও ভাবতাম
মা, আর আমি,মা পালকি তে,
আমি মার পাশে,পাশে ঘোড়ায়,
সমস্ত অন্ধকার ভেদ করে চলে যেত মন
জঙ্গলের ভেতর,অচেনা শব্দে, জনমানবহীন রাস্তায়, লাঠি হাতে একদল দস্যুর সামনে
ভেবে পেতাম না কি ভাবে লড়াই করব
তবু ও মা’ পড়তেন ‘এক পা আগে আসিস যদি’
শুনতে শুনতে আমিও আবিষ্ট হয়ে
তলোয়ার নিয়ে ঝাপিয়ে পড়তাম…..
এই ভাবে মা কত যে সন্ধ্যরাত জিতিয়ে দিতেন…
এখন ও মা আমার জীবিত সদস্যদের মধ্যে
কিন্তু আর শোনা হয়ে ওঠেনা
আমি তাকিয়ে থাকি চড়াই পাখির ডানার দিকে
যখন সে উড়ে যায়………..