স্বপ্নে সেদিন ক্লিয়োপেট্রাকে দেখেছি,
সাহারা-এর সেই মুখঢাকা বেদুইনটাও :
উঁকি দিয়ে গেছে কয়েকবার।
এই দুর্নিবার সময়ে আমার গৌতম বুদ্ধের কথা মনে পড়ে,
দেখতে ইচ্ছে করে, তাঁর শান্ত,সত্যবদ্ধ,ধীমান,ধ্যানময়তাকে।
হৈমন্তী পূর্ণিমা রাতে,
গ্রাম বাংলার মায়াময় কুয়াশাঘেরা রূপ;
পৃথিবীর এই ঘোর অসুখের দিনে,মনে হয় মেঘমুলুকের রূপকথা।
এই অসুস্থ ঝড়ের কাছেই কি জমা রেখেছ বসুন্ধরা!
তোমার জন্মকবচকে?
কতকটা পথ হেঁটেছি, যাপনময় জীবনের এই উৎসবে? নিরুত্তর।
বল মায়াময়ী বল…এ সবই শুধু, কিছু বাঁধন হারা ভাবনা কিনা?
প্রবাহিত এই সংশয় আর কোনদিন যদি বাস্তবতা কে স্পর্শ না ক’রে,
তবে বায়বিয়তাকেই বুকে আগলে বলব-
সত্যি জীবন তুমি সোনালী ডানার চিল।