নাভি মূল ছু্ঁয়ে থাকে দীর্ঘশ্বাস
কুয়াশার আড়ালে বেঁচে থাকে বিপন্ন অস্তিত্ব
রোদের পরিসর থেকে সরিয়ে রাখি নিজেকে
আলোর রশ্মি কোনো রেখাপাত করবে কি জীবনের উপর?
স্তব্ধতার বেড়াজাল ডিঙোতে পারে না কোনো উত্তর
ছায়াপথের আড়াল নিয়ে ভাবনার সাথে খেলা চলতে থাকে।
আমি মুক্তি চাই পর্ণমোচীর মতো।