কবিতায় চয়ন ভৌমিক
by
·
Published
· Updated
চড়ক
পদ্মনাভির গভীর শিকড় নাড়িয়ে উড়ে আসে বজ্রধ্বনি। ‘ওং’ নামক অন্তর প্রক্ষালন, মন্দ্রবৎ ছড়িয়ে পড়ে গাঢ় বিস্তারে। আকাশ কেঁপে ওঠে হঠাৎ, ভরে পড়ে নক্ষত্র চেতন। ভিক্ষুজীবন কখনও লাভাস্রোত, কখনও বা ভূমিকম্পের ধ্বংসাবশেষ পায়ে, স্তব্ধ পরিযায়ী পাখি হয়ে থম মেরে যায় অশোকের শাখায়। এইসময় দেওয়ালে হেলান দেন আদিনাথ। ক্লান্ত হাঁটুকে ভাঁজ করে ফেলে রাখেন কাঠের পাশে। একুশ বাড়ির চাল ও মাধুকরী কিনে তিনি ঝাঁপ দিয়ে পড়বেন নির্জন পৃথিবীর মৃত্তিকায়। গোল গোল ঘুরবেন আহ্নিকগতিতে। তার সাথে সাথে মুখ থুবড়ে পড়বে বসন্ত রাতের কালপুরুষ।
আচমকা, একটি অ্যম্বুলেন্স উড়ে যাবে ভোর রাতের দিকে।