সাতে পাঁচে কবিতায় আর্যতীর্থ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পাশে থেকো
আজ বাদে কাল জ্বর পাড়াতে আসেই যদি,
দায়িত্ব আর ভয়ের তখন ভীষণ লড়াই,
অসাড় যেন না হয়ে যায় মানুষ বোধই,
সুজন যেন তোমার দেখা তার পাশে পাই।
পাশে মানেই ছোঁয়া যে নয় , সবার জানা,
ভরসা দেওয়া যায় তো জানো দূরে থেকেও
তখন তাদের বাইরে যাওয়াই বেবাক মানা
সেই বিপদে বন্ধু হয়ে পৌঁছে যেও।
ভুগবে তারা মৃত্যু ছাড়াও অন্য ভয়ে,
এই বুঝি কেউ করলো এসে সমাজচ্যুত,
তুমিও জানো, আশংকা ঠিক ভুলও নয় এ,
সমাজ জুড়ে ছড়িয়ে আছে এমন ভূতও।
বন্ধু তোমার দায় মিটিও তিনটে পথে,
দিনের বাজার, মুদি ওষুধ পাঠিও তাদের,
ওদের ঘিরে গুজব না হয় কোনোমতে
যে ছড়াবে, ধমকিও খুব সেই ব্যাটাদের।
সেসব ছাড়াও আরেকটা ভার তোমার আছে
গল্প কোরো ফোনে যেন হয়নি কিছুই,
ডুবছে যে লোক, কুটো পেলেও আঁকড়ে বাঁচে
শরীর ছোঁয়া বারণ তো কি, মনটা তো ছুঁই।
আজ বাদে কাল পাড়ার কারো সে জ্বর হলে
ভরসা নিয়ে তাদের যেন পাশে দাঁড়াই
ফেসবুকে যে স্ট্যাটাস দেখি ‘আছি’ বলে,
বাস্তবিকের মাঠেও সবার তেমনটি চাই।
কোভিড যেন কারোর না হয় একার লড়াই।