গদ্যকবিতায় গৌতম বাড়ই
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রম্বাস জীবনযাত্রা
অনেক রাত্রির শেষ নেমে আসে চিল
উড়ন্ত কচ্ছপ হিম ঝেড়ে ফেলে
নিধুবাবুর টপ্পা রঙীন পর্দার ওপারে
বাতাসের এনাটমি চাদর বোঝেনা
বালিশের ব্যাকরণ মাথার নীচে
তাঁবুর সন্ধ্যায় । পারফিউম এক সুরভিত
বাৎস্যায়নের কামসূত্র। জনগণনায় প্রতিটি
শুক্রাণু আর ডিম্বাণুর নিষিক্ত হওয়ার
সম্ভাবনা ছিলো।আমাদের নদী বুকের কাছাকাছি পাঁচিল বাঁশপাতা মাছ
এক চিলতে মিলনে এক বাষ্পের সৃষ্টি
রম্বাস জীবনযাত্রা উপপাদ্যের ভূমিতে
ঠুমরি ফিউসান মিডিয়া ভার্সান।কঠিন সময়
অলৌকিক পদ্য লেখে শিমুল দানায়।