বিশ্ব কবিতা দিবসে প্রদীপ্ত দে
by
·
Published
· Updated
প্রেমে-বিভ্রমে (শেষ থেকে শুরু বা শুরু থেকে শেষ)
বেজন্মা রাত গায়ে চাঁদ ঝুলিয়েছে ।
মনে ধরে তবু রাখি বেহায়া প্রবোধ –
দূরে গিয়ে সে যে আরো কাছে রয়ে গেছে ।
রাতের লেপেতে যেন দুপুরের রোদ …
জ্বলে যায় ক্ষনপ্রভ দীপ ক্রমাগত
নরম অগ্নিশিখা, না কমে, না বাড়ে ,
আলো আর আলেয়ার ফারাকটা কত ?
হিসেবের গরমিল বাড়ছে নাগাড়ে ।
অজ্ঞাত আমি নই। তোমারো তো জানা …
মরফিন আর প্রেমে আসক্তি একই …
উপশমপথ ধরে আসে যন্ত্রণা ।
নেশা কুখ্যাত । ভালবাসাটা সাবেকি ।
প্রণয়ের মুগ্ধতা লেগে থাকে চোখে।
মনে ভীড় মৌতাতস্মৃতিরা জমায়…
বিভ্রম হয়, কেউ বলছে কুহকে –
শেষ থেকে শুরু করা হোক পুনরায় ।