বিশ্ব কবিতা দিবসে নুসরাত রীপা
ছেড়ে যাচ্ছি তোমার শহর
ছেড়ে যাচ্ছি তোমার এ শহর
এ শহরের ধূলো,মাটি,ধূলিধূসর পত্র-পল্লব
ইট-লোহা-কাঠের বাগানে
আজস্র চেনা-অচেনা মানুষের মাঝে
আমার থাকা বা না থাকায়
কিছু যায় আসে না
হয়তো গলির মোড়ের লোম ওঠা অসুস্থ কুকুরটা
খুব খিদে পেলে দু’একদিন খুঁজবে আমায়
পাড়ার মুদি-দোকানি হয়তো ভাববে
সপ্তাহ পেরিয়ে গেলে কোনো একদিন
সওদা নিচ্ছি না বলে—
আমার ঘর বারান্দায় নতুন ডিসটেম্পার করে
বাড়িওয়ালা বসাবে নতুন ভাড়াটে
বারান্দায় বসবে রোজ কি কার্নেশান ফুলের নতুন টব
আশে পাশের কোনো বাড়ির জানালায় দাঁড়িয়ে
কেউ হয়তো বলবে, ঐ বাসার আগের ভাড়াটে
চলে গেছে মনে হয়—
চলে যাচ্ছি
চলে যাচ্ছি তোমার এই শহর ছেড়ে
আমার হৃদয় পোড়াতে থাকা গ্রীষ্মের রোদ্দুরে
লাল কৃষ্ণচূড়ার কার্পেট মোড়ানো রাজপথে
আমার অপেক্ষার প্রহর কুড়িয়ে নিয়ে
আমি চলে যাচ্ছি
জলের সাথে,মাটির সাথে আর
বনালা গাছের গন্ধের সাথে মিশে যেতে যেতে
হয়তো এ শহরের কোনো জোছনা রাতের কথা
আমারও মনে পড়বে–