• Uncategorized
  • 0

কবিতায় প্রসূন মজুমদার

” বসন্তে আজ … “

হলুদ রোদ মাখা বাতাস
জড়িয়ে আছে প্রকৃতির গায়
ভাঁজে ভাঁজে বাতাবি ফুলের ঘন ঘ্রাণ
মাদকাসক্ত করেছে অরণ্যের আপাদমস্তক
সোনাঝুরি, পলাশ, কৃষ্ণচূড়া আর
মৌ-মাখা বসন্ত …… !
কই, কোকিল তো ডাকে না নিরন্ত !
.
কত শত শত অঙ্কুরোদ্গম
কচি কচি কিশলয়ের ফিকফিকে হাসি
ঢাকা পড়ে যায় , শুকনো পাতার
ঝরে পড়া মর্মরিত শব্দ-গানে …..
কই, কোকিল তো নেই কোন পঞ্চমেে !
.
নিরবচ্ছিন্ন ঝিঁঝিঁ পোকার কামনার ডাক
নাম না জানা কত বিহঙ্গ-বিহঙ্গীর
না-ওড়া পাখসাট শিহরিত করে
আবির-রাঙা আকাশ-ছোঁয়া বন-বনান্তের প্রাণ
কিন্তু কই, যায় না তো শোনা কোনও কুহুতান !
.
বসন্ত এসেছে …… চলে যাবে জানি
হায় রে অবশ পরান
এবারও তোর আর
হলো না গাওয়া গান !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।