নিরবচ্ছিন্ন ঝিঁঝিঁ পোকার কামনার ডাক
নাম না জানা কত বিহঙ্গ-বিহঙ্গীর
না-ওড়া পাখসাট শিহরিত করে
আবির-রাঙা আকাশ-ছোঁয়া বন-বনান্তের প্রাণ
কিন্তু কই, যায় না তো শোনা কোনও কুহুতান !
.
বসন্ত এসেছে …… চলে যাবে জানি
হায় রে অবশ পরান
এবারও তোর আর
হলো না গাওয়া গান !