• Uncategorized
  • 0

“নারী-দি-বস” উদযাপনে সৌমনা দাশগুপ্ত

অমোঘ ময়ূর

 শূন্যে জন্মে যে গাছ শূন্যেই মরে যায়
তার জন্য বোতলবন্দি  চিঠি
সে ছিল বমির মতো প্রিয়
যখন প্রথম গর্ভ
সর্বাংশে আনত আকাশ
ধনুক তোলপাড় করে ছিলা ধরে টান
তামাম অস্থিফুল কেঁপে ওঠে জ্বরে
ও চোখে লেজার রশ্মি
রেটিনায় বিচ্ছুরিত রক্তভেজা আলো
পিন পয়োধর জুড়ে সাপ
সেদিন গ্যালাকটিক যুদ্ধ
নিশ্চুপ থাবা
ওম ধ্বনির ক্রেঙ্কার
অমোঘ ময়ূর
শত শত পুতনার বীজ খলখল খলখল 
সেদিন বিরহ মধুর, সেদিন বিরহ মদির 
দিকে দিকে
টানেলের অন্ধকার চিরে জন্মরব
ধূমাবতী উগ্রচণ্ডা অক্ষরের বিলাপ
লোলচর্মের গায়ে ফুটে ওঠা প্যারাডক্স
চিৎকার করে বলে
এই ধ্বনি শঙ্খমাখা  
এই ছিদ্রে হলহলরূপী
বসতি গেড়েছেন নারায়ণ
আর বেদেনীর হাসি
আর ধাতবগোখরোর হাইবারনেশন
কলম বলে না তাকে
ব্যঞ্জনবর্ণটি শুধু নড়েচড়ে বসে
পুরঃসরা শৃগালীজীবন থেকে চালপোড়া বাস
বোধন-পর্ব থেকে উঠে আসে শার্দূল
রক্তঅভ্যাস
শূলদণ্ডে নাচছে বসুধা
জানুফাটা পৃথিবীর রজরস
অপূর্ব ফ্লুইড যেন উথলি উঠিছে শব্দরূপ 
নদী নদ্যৌ নদ্য
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *