“নারী-দি-বস” উদযাপনে আশরাফুল মন্ডল
পিসি
কালো মেঘে আকাশ ছেয়ে গেলেই
পিসিকে মনে পড়ে
সেই সব গল্পমুখর দিন রাত…
পিসি আজ নেই
পিসি এখন মেঘের দেশের ওপার
পিসি কালো মেঘ তাড়াতে তাড়াতে
আর ফেরে নি!
আমি ছিলাম পিসির চোখের মণি
খাওয়া- গল্প বলা গল্প শোনা
ঘুম, দুষ্টুমিও পিসির সাথে।
স্কুল থেকে ফিরে যখন খেলতে যেতাম
কালো মেঘে ঢাকতো আকাশ
আমি ভয়ে একছুটে
পিসির বুকে মুখ গুঁজে কাঁদতাম
আদর সোহাগে ভরিয়ে
পিসি বলতো ” যা কালো মেঘ তফাৎ যা”
একনিমেষে কালো মেঘ ফিনিশ….
এখন চারদিকে কালো মেঘ
আমার ভয় করে বড্ড ভয়
কালো মেঘ … কালো মেঘ…
ডাইনে বাঁয়ে ঊর্ধে পায়ের গোছে
পিসিকে মনে পড়ে
খুব মনে পড়ে…