• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় শুভজিৎ সাহা

হয়তোবা

হয়তোবা তোকে ভালবাসি…
হয়তোবা বাসি না।
হয়তো অনেক রাতের পর
অর্থহীন গান — বৃষ্টির গন্ধ মাখা —
আমি ঘুরে ফিরে বারবার কান পাতি।
শীতের উষ্ণতা অগভীর সুরভিত ।
নিতান্ত অবহেলার।
আমি বুক ভরে নিশ্বাস টানি —
বালিশের নীচে ইনহেলার।
হয়তোবা ভালই বাসি।
মুখচোরা প্রেম
শরীরের অলিগলি ঘুরে —
হাত ছোঁয় ।
তারপর —
রোজকার এলোমেলো গান
আটপৌরে জীবন।
আর শীতঘুমে বেঁচে থাকা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।