অনুষ্টুপ পালের মুড়িমুড়কি

শখ ছিল এক প্রেমিকার কোলে বসিয়া
গোঁফ দাড়ি দিয়ে গাল দেব তার ঘষিয়া…
“ছাড়ো তো বলছি” বলিয়া উঠিবে চুলকে…
আমি বলে যাব “মেনে নাও আজ ভুলকে…
যা হবে তা হোক, দেখিয়া লইব পরদিন…
হিংসে হয় না?
দেখ ও-বাড়ির বড়দি আদর খাচ্ছে রোজ রোজ…
নেই চিন্তা… হবেই হবেই আজকে তোমার ছিনতাই!”
তাই শুনে তার চিমটি খামচি কিল চড়…
“চোখ বুজে থাকো, ড্যাবড্যাব করে গিলছ!
আমিও বলব,” তুমি তো এমনই পানীয়!
আজ এসো তবে, আবার কবে তা জানিয়ো”