কবিতায় কুন্তল মুখোপাধ্যায়
আত্মপ্রতিকৃতি
তোমাকে ডাকে না কেউ, কোনও কবিসভা !!
জ্যোৎস্নার প্রান্তরমধ্যে
মায়াবী ক্র্যাশার তুমি
সারাদিন দাঁতে কেটে রাঢ়ের বেদনা
এখন নিঃশ্বাস ফেল …
চতুর্দিকে চাঁদ
উন্মাদ নৈঃশব্দ্য, তবু
মহাকাল, মায়াবী ক্র্যাশার একা দাঁড়িয়ে রয়েছ
জ্যোৎস্নায়
তোমাকে ডাকে না কেউ, কোনও কবিসভা
প্রেম
গলির উপর দাঁড়িয়ে গেল ক্লাস থ্রি ফোর
রোদ পালালো, ব্যস্ত শহর
. থমকে গেল দুপুরবেলা
কোথাও যেন উদাসী সুর… ফেরি করার বাঁশীবাগান
অর্কেস্ট্রায়