কবিতায় বিকাশ গায়েন
হৃদয়ঘটিত
সম্পর্ক ছাড়া বুঝি কিছু হয়না ?
নানাবিধ সামাজিক নামের কাজলে
ঢেকে রাখা গোপন সংরাগ
একদিন স্পষ্ট হতে চায়
মেলে ধরতে চায় খুশির পরাগ।
কেউ তা গ্রহণ করে
পায়ে দলে চলে যায় কেউ
উদাসী চলার পথে অবহেলা কাঁটা হয়ে ফোটে ।
শান্ত ঝিলের জলে ঢেউ তোলা
অচেনা বাতাস।
মৌটুসি পাখির
শ্বেতকরবীর বুকে ঠোঁট ঘষে চলা
এরকম কিছু কিছু অসতর্ক ঘনিষ্টতাই
অন্ধকার করে রাখে তারকা খচিত।
কোন নাম যদি নাই থাকে কী ক্ষতি!
যেটুকু সংযোগ থাক সবটুকু হৃদয়ঘটিত।