কবিতায় তনিমা হাজরা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
আমার মতো
আমার মতো তোমার যারা বোকা মেয়ে
ইচ্ছেগুলো রাখছো ঢেকে ঘোমটা দিয়ে,
আমার মতো তোমরা যারা চোখের জলে
নৌকা ভাসাও স্বপ্নলোকে যাবে বলে,
আমার মতো তোমরা যারা নিজের গায়ে
লাগিয়ে আগুন যাচ্ছো পুড়ে অহরহ,
আমার মতো তোমরা যারা জিভের আগা লুটিয়ে রাখো অন্যলোকের পায়ের চেটোয়,
আমার মতো তোমরা যারা খারাপ মেয়ে
হবার ভয়ে জন্ম থেকে কুঁকড়ে আছো,
আজকে ভোরে সবাই মিলে ভুল সুরে প্লিজ গলা সাধো….
ঘোমটা খুলে,
চোখ মুছে,
নিভিয়ে আগুন,
পদলেহন বন্ধ করে,
খারাপ মেয়ে তকমাটাকে বিজয় গর্বে গায়ে সেঁটে,
একবারটি বেরিয়ে এসো,
একটিবার প্লিজ বেরিয়ে এসো।।