শনিবার রাতে হাজারিবাগে একটি গান্ধিমূর্তির ওপর হামলা চালায় বেশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। রবিবার সকালে মূর্তির ভগ্নাংশ উদ্ধার করে পুলিস। তবে কে বা কারা এই চরম নিন্দনীয় ঘটনাটি ঘটিয়েছে সেটা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রের খবর, রবিবার সকালে মূর্তিটি ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি পুলিসকে জানায়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখেন গোটা বিষয়টি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক পুলিস অধিকর্তা জানান, ‘গোটা বিষয়টি ঘতিয়ে দেখা হচ্ছে। কেউ মূর্তিটি ভেঙেছে নাকি ওটা পড়ে ভেঙে গেছে সেটাও দেখা হবে। ওই জায়গার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার মানুষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
অন্যদিকে, শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধির মূর্তি ভেঙে দেয় একদল লোক। এরপরই রাজ্য কংগ্রেসের সদস্যরা ঘটনার তীব্র নিন্দা করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।