• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় সপ্তর্ষি মণ্ডল

তোমরা বুঝবে না …

যে মানুষটি ভালোবাসা পায় নি কোনদিন
সেও কষ্ট বোঝে ওই শিশুটির ।
ভালোবাসাবাসি মারাও যারা প্রতিদিন ন্যাকা ষষ্ঠীর মতো
সুইসাইড , থ্রেট — বয় বা গার্ল ফ্রেন্ডের জন্য
তারা মায়ের ভালোবাসা বুঝবে কি করে ;
এক নিখাদ ভালোবাসা ।
যারা কথায় কথায় ব্রেক আপ আর ডিভোর্স চেনাও
অভিযোগে মিথ্যের পাহাড় বুনে যাও
কোর্টের কালো কোট যাদের স্বস্তি যোগায়
মিথ্যেবাদী , ধাপ্পাবাজ , ফোর টু জিরো
কত মামলা : সাজানো অথবা সত্যি
আরও কত কি !
তারা মাতৃত্ব বোঝে না কোনদিন ;
যেখানে শুধুই ক্ষমা আছে
ভালোবাসার রঙ আছে আর আছে
সন্তান স্নেহ গান্ধার সেই রমণীর
বিশ্বাস ।
ভালোবাসাবাসি মারাও যারা প্রতিদিন ন্যাকা ষষ্ঠীর মতো
ফেক বইয়ের পাতায় অথবা পার্কে কিংবা সিনেমালয়ায়
তারা হাতিই বুঝবে ওদের , একজন সন্তান সম্ভবা
কি করে বুঝবে তুমি : উভয় নারী পুং সমাজ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।