সাতে পাঁচে কবিতায় প্রভাত চৌধুরী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
টক–শো
আমি এইমাত্র টক-শো-এ উপস্থিত হলাম
আমার বাঁ-কাঁধে একটা নীলকণ্ঠপাখি
আর ডানহাতে একটি গুলতি
আপনি ইচ্ছে করলে কাঁধ থেকে নীলকণ্ঠ-কে
সরিয়ে বসিয়ে দিতে পারেন দুর্গাটুনটুনি
আর হাতের গুলতিটির বিকল্পে
একটি AK 47
নিদেনপক্ষে ওয়ান শার্টার
এই পরিবর্তিত পরিস্থিতিতে কথা দিলাম
আমি টক-শোটি বাতিল করছি না
দেখতে পাবেন আমার পেছন পেছন
আমাকে অনুসরণ করছে
বিরল প্রজাতির একটি কচ্ছপ
পঙ্গপালদের কথা লেখাই হল না