সাতে পাঁচে কবিতায় অয়ন মণ্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১৩ই সেপ্টেম্বর ও শ্রদ্ধার অবয়ব
১৩ ই সেপ্টেম্বরের শেষ ট্রেন,মাছবাজারের মতো গুম মেরে ছিল শ্রদ্ধার মুখ।কারণ ওই দিন অয়ন নামের এক রোবটপ্রেমিক তার স্তন ছিঁড়ে ফোটাতে চেয়েছিল ডালিমফুল
শূন্যে ঝুলে থাকা দুটি বোঁটা মোক্ষ লাভের আশায় লাল চন্দ্রগ্রহণ।যেভাবে শরীর বিনিময় করে পাখিরা,ঠোঁট থেকে ঠোঁটে প্রবেশ করে ফড়িং
তেমনই ফিসফিসে অন্ধকারে আনকোড়া চুম্বন
এখানে সারাদিন গ্লাসে গ্লাসে অসুখ বিলি হয়।তুমি কী জানো শ্রদ্ধা চক্রবর্ত্তী,সুখেরও ছায়া পড়ে?কতদূর স্বাগত অরণ্য,ফেরিওয়ালার চুড়ি গুচ্ছ গুচ্ছ মনখারাপের ঝাড়লণ্ঠন।
অন্ধকারের কোনো নো এন্ট্রি বোর্ড নেই,ঘুম ভাঙা বিষণ্ণ হরিণের চোখে দলছুট আতঙ্ক।মৃত্যু আজ আমার সহোদর ভাই
প্রত্যেক প্রজাপতির খুচরো চাঁদ আছে।আমাকে ছেড়ে যাওয়ায় তোমার সিট বেল্ট আরও রঙিন…তুমি তো জানোই শ্রদ্ধা
অয়নদের লাইফ সাপোর্ট মাছরাঙা পাখিদের সমুদ্রপীড়া