“এটুহু ভাত জুটবো”
মুখের উপর অনেক মাছি।
হেলানো মাথা, চোখদুটো স্থির।
কিছু খেতে পায় নি,
বাড়ি বলতে ফুটপাত।
রিফিউজি তো।
শেষবার বলেছিল , “এটুহু ভাত জুটবো”
ও পাশের বাড়ি শুনেও শোনেনি।
বুর্জোয়া কিনা!
কোলের বাচ্চাটাও রাস্তাতেই…..।
অন্ধকার ঘনিয়ে আসে,
স্ট্রীট লাইটের আলো ওর মুখের
উপর পড়ে।
চোখগুলো স্থির,
এলোচুল সাপের মতো হিলহিলে,
রুক্ষ।
স্থির দুটি চোখে লেগে থাকে কত
বছরের ক্ষুধা।
পাশের দেওয়ালে ধাক্কা খায়,
যন্ত্রণা। না খেতে পাওয়া মুখের
মিনতি, “ও মা, এটুহু ভাত জুটবো।”
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন