সম্পাদকীয়

প্রতিদিন সকালে বেল বাজলে
কাচড়াওয়ালা ছেলেটিকে ঘরের নোংরা বার করে দিয়ে নিজের ঘর পরিস্কার করে ফেলে সবাই।
প্রকৃত পক্ষে আমার বোধবুদ্ধি একেবারেই গেছে। সবাই যাকে কাচড়াওয়ালা বলে আমি তাকে সাফাইওয়ালা বলি।
বাড়ির পাশের মন্দিরে লাইন পড়ে। দীর্ঘ লাইন। মন্দিরের পাশে অনেক দোকান। মিষ্টি, ফুল, মালা, দেবতার অবয়ব, পূজার উপকরণ, ডালা কুলোর সারি সারি দোকান। মানুষ আসে, সুখী মানুষ, দুখী মানুষ, একা মানুষ, দলবদ্ধ মানুষ।
কি চাইতে আসে তারা??
তাদের পরীক্ষা করতে মন্দিরের গেটে দিবারাত্রি অতন্দ্র প্রহরী। তারা যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখে সাথে বিপদজনক কিছু আছে কিনা। দেবতার কাছে বিপদজনক কিছু নিয়ে আসতে পারে কে? তবে কি সে বিধর্মী। এক ধর্মের চোখে অন্য ধর্মের জন্য সন্দেহ, বিদ্বেষ, তীব্র অসহন। এ কোন আধ্যাত্মিকতার মন নিয়ে দেবতার দরবারে আসে মানুষ, আমার মাথায় ঢোকে না।
আমাকে যারা অভীষ্ট সিদ্ধির মোহ দেখিয়ে দেবালয়ে নিয়ে গেছিল তারা আমার আচরণ দেখে হতাশ হয়, হয়তো দেমাকি ভাবে নতুবা ক্ষমার অযোগ্য অপরাধী।
প্রকৃত পক্ষে আমার বোধবুদ্ধি একেবারেই গেছে, তা না হলে আমিও তাদের সাথে মিশে গিয়ে ফুল মালা কিনে সাজানো গোছানো মূর্তির পায়ে লুটিয়ে পড়ি না কেন? দলে দলে মানুষ ইঁদুরের কানে কানে, ষাঁড়ের কানে কানে মনের বাসনা বলে, আমার কেন এসবে উৎসাহ আসে না? দেবতার দিকে চোখ যায় না, আমি পোড়া চোখে আমার পোড়া দেশের ডিগ্রিধারী মূর্খের দল আর ডিগ্রিহীন নিরক্ষর সমান লাগে, অর্থবান দরিদ্রের দঙ্গল আর সহায়সম্বলহীন আর্তকে সমান অসহায় লাগে।
সব ধর্মের মানুষের ভেতরের তীব্র ধর্মীয় ক্ষুদ্রতা আমার কাছে প্রকট হয়ে ওঠে। সব মানুষকে সমান নির্বোধ, সমান স্বার্থপর, সমান আত্মকেন্দ্রিক, সমান আহাম্মক, গড্ডালিকায় ভেসে যাওয়া মস্তিষ্কহীন সমান অসহায় দেখি।
আমি আমার পদবী পিতৃধর্ম মাথায় রাখি না। হাঁটতে হাঁটতে দরগার দরজায় গিয়ে দাঁড়াই।
আমার পেটের ভেতর গোরুর মাংস, মুরগির মাংস, শুকরের মাংস দিনের পর দিন সমান পরিপাকীয় দক্ষতায় দিব্যি একসাথে মিলে আনন্দেই হজম হতে থাকে।
ভুঁড়িওয়ালা দেবতা গয়নাগাটি পরে ঢেকুর তুলে আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। মসজিদ বা দরগার আলখাল্লাপরা ইমাম আমার পোশাক দেখে আমার কুল-জাতির কূলকিনারা খুঁজে বার করতে না পেরে আমার মাথায় ধপাস করে ময়ুরপালকের ঝাঁটা ঠেকিয়ে আশীর্বাদ করে দেয়।
চার্চের কনফেসন বক্সে গিয়ে আমি স্বীকার করি আমার লজ্জার কথা। যে আমি নিজেকে শিক্ষিত বলে পরিচয় দিয়ে থাকি সেই আমি এখনো আমার পৈতৃক পদবী ধারণ করে নিজের ধর্মকে নিরন্তর প্রশ্রয় দিয়ে চলেছি।
আমার নিজেকে বড় ক্ষুদ্র লাগে। আমার মনুষ্যত্ব আমাকে বিদ্রুপ করে ওঠে। আমার কলম ধরতে ইচ্ছে করে না। কি করতে পেরেছি এতদিন? কিচ্ছু না, কিচ্ছু না।
কলমের কালি যদি একজন লেখকের জীবনের সৎযাপন না হয়ে ওঠে তবে কি লাভ বড় বড় কথা লিখে?
আমার সামনে দিয়ে ফ্যাসিস্ট আগাছাগুলি বেড়ে উঠতে থাকে মাথাহীন কুসংস্কারগ্রস্ত মানুষের নিরন্তর প্রশ্রয়ে।
লালন কাঁদতে থাকে, কবীর যন্ত্রণায় কঁকিয়ে ওঠে।
বৃথা, বৃথা, সব বৃথা। আমি কিচ্ছু করতে পারছি না কেন??