সম্পাদকীয়

সময় বড় অস্থির দেশ জুড়ে। অশান্ত চারপাশ। মনোযোগ নষ্ট হচ্ছে বারবার। ধর্ম নিয়ে, জাতি নিয়ে, বা যে কোনও ইস্যু নিয়ে ভেদাভেদ মারাত্মকভাবে ক্ষতি করছে সমাজজীবনের, মননের। কোথায় গেলে পাব আমরা শান্তির নীড়? কোথায় আছে সমাধান? দৈনন্দিন জীবনের সুরতাল বিঘ্নিত হচ্ছে অনর্থক। মনের মধ্যে হতাশা আর ক্ষোভ জমা করতে করতে কোথায় গিয়ে পৌঁছব আমরা! এ সপ্তাহে কবিতা বিভাগ রাখিনি। কবিতা প্রেমীরা আশা করি পরের সংখ্যা পর্যন্ত অপেক্ষা করবেন। লেখা পাঠান techtouchtalk@gmail.com এ।
ধন্যবাদান্তে,
তুষ্টি ভট্টাচার্য