সম্পাদকীয় by · Published May 5, 2020 · Updated May 30, 2020 বড়ই এলোমেলো এই বৈশাখ। মিষ্টিমুখ করার উপায় কমে গেছে। আড্ডা দিতে গেলে ছায়া শরীরে, আন্তর্জাল ছাড়া গতি নেই। অগত্যা নোনতাই হোক আস্বাদ। লবণ মিষ্টি কেন? মিষ্টি কথাই ভাল? তবু বলতে পারিনা। নোনতা ঝালে খাট্টা মিঠা ঝাল চানাচুর, খারাপ? তবু আনতে ছাড়ি না। ফুচকা জ্বলে জিভের ডগা জল এসে যায় চোখে মুখে ও, ইসস! আমায় যদি বাছতে বল নিজের জন্য এক চিমটি বিষ। লবণ জিভে টকাস আওয়াজ রক্তে লবণ জিভের ডগায় ঝাল মিষ্টি ? তুমি ওদের দিও আমি তোমার নিমক চিরকাল। সোনালি ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love