কালী,কৃষ্ণ, শিব, দুর্গা অথবা আল্লাহ কিংবা গড সবই আসলে এক একধরণের, এক এক রং এর বাটি। বাটির দিকে না তাকিয়ে বাটির ভেতরে থাকা পায়েসের দিকেই সাধকের লক্ষ্য থাকার কথা। পায়েস খাওয়া হয়ে গেলে যেমন বাটিটা নামিয়ে রেখে পায়েসের স্বাদে ডুবে যেতে হয় তেমনই ঈশ্বরের সংস্পর্শ পেলে শাক্ত বৈষ্ণব শৈব কিংবা মুসলমান বা খ্রিস্টান এসবে লক্ষ্য থাকে না। (বাটি পায়েসকে বহনের জন্য প্রয়োজন হয়, যতক্ষণ না খাওয়া শেষ হয় ততক্ষণই তাকে প্রয়োজন। খাওয়ার পর বলি পায়েস খেলুম, কখনোই বলি না বাটি খেলুম।) আহা সবই যেন মধুময়