শিয়ালদহ মেইন লাইনে সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল। কাঁচরাপাড়ায় ছিঁড়ে পড়ল প্যান্টোগ্রাফ। যার ফলে সম্পূর্ণ বন্ধ আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল। কাঁচরাপাড়া স্টেশনের খুব কাছেই প্যান্টোগ্রাফটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে। যার ফলে রাতারাতি বন্ধ হয়ে যায় ওই লাইনের সমস্ত ট্রেন চলাচল। যার ফলে চূড়ান্ত সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অটো সিগনালিংয়ের কাজের সময়েই এই বড়সড় বিপত্তি ঘটে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। ভেঙে যাওয়া প্যান্টোগ্রাফ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হচ্ছে।
অন্যদিকে সোমবার থেকে শিয়ালদহ থেকে বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। মূলত মেন লাইন অর্থাৎ শিয়ালদহ-রাণাঘাট, শিয়ালদহ-গেদে লাইনে বাতিল থাকছে একাধিক ট্রেন। ফলে সপ্তাহের প্রথম দিনে অফিস, স্কুল-কাছারি যেতে কালঘাম ছুটেছে নিত্যযাত্রীদের।
রেলের তরফে জানানো হয়েছে অটোমেটিক সিগন্যালিংকে আরও উন্নত করা হবে। আর সেই কাজের জন্য আগামী ৮ দিন ব্যাহত হবে ট্রেন চলাচল। মূলত রবিবারও ছিল এই ট্রেন বাতিল। তবে ছুটির দিন থাকায় তা গায়ে লাগেনি কারও, কিন্তু সোমবার থেকে যাত্রীদের যে দুর্ভোগের সূচনা তা আরো কয়েকদিন চলার আশঙ্কা কোনও মতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।