• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় তুষার ভট্টাচাৰ্য

শান্তিনিকেতন – ২০২১

শান্তিনিকেতনের আমলকি, শাল, পিয়াল,তমালের সবুজ দিগন্ত থেকে হারিয়ে যাচ্ছে সন্ধ্যাতারার আকাশ ;
একথা কোপাই নদীর তীরে হলুদ জোনাকি আলোয় বসে বলে উঠল রক্তকরবীর নন্দিনী ;
চতুর্দিকে সাপের মতন মাথা তুলছে কংক্রিটের জঙ্গল, ইমারত ;
ভুবনডাঙার ফাঁকা মাঠে ইতস্তত পায়ে ঘুরে বেড়াচ্ছেন নিঃসঙ্গ এক বৃদ্ধ,
তাঁকে দেখে মনে হল যেন
ছবির চেনা রবীন্দ্রনাথ ;
লালমাটির ধুলোয় উড়ে যাচ্ছে
ছাতিম গাছের হলুদ পাতার শব ;
উত্তরায়ণ, শ্যামলীর নুড়ি পাথরে ঢাকা
প্রাঙ্গন ঢেকে যাচ্ছে নোংরা কাগজ,
প্লাস্টিকের আবর্জনায় ;
মালঞ্চ থেকে হারিয়ে যাচ্ছে –
গন্ধরাজ, বেলি, বকুল, টগরের সুঘ্রাণ ;
খোয়াই, লাহাবাঁধ , সোনাঝুরি ছেড়ে পাখিরা চলে গেছে কবেই ;
‘আমিও একদিন মুছে যাবো শান্তিনিকেতনের ভোরের আকাশ থেকে’ –
কাঁপা গলায় বলে উঠলেন কেউ ;
চেয়ে দেখি –
অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে আছেন
ফুট ফুটে জোছনা আলোয় ধুয়ে যাওয়া
রামকিঙ্করের রবীন্দ্রনাথ l
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।