তোমাকে আতশি কাচের নিচে পরখ করে দেখছি
তারপর আর কিছুই মনে নেই,-
যেরকম ভুলে গেছি ঠিক কবে প্রথম ন্যাড়া হয়েছিলাম
ব্লেডের আচরের চুলদাগ ছিল সামান্ন-ই
এখন এতোটা অম্লস্বাদ পরিক্ষীত হচ্ছে যে,-
আর মনে নেই জীবনে চুল কাটিয়েছি কতবার;
শৈশবে চড়া বেবি সাইকেলের উন্মাদ দিনগুলোতেই
ঠিক কতটা সমুদ্র গিলেছি আঙুলে নুন মেখে
ভাতের লোকমায় লোকমায়,- তার সব ভুলে গাছি
সমুদ্র বহুদূর অবস্থান করলেও কানে শঙ্খ চেপে ধরলে
হুহু বাতাস সামুদ্রিক গান মাথায় ঢুকে পরে
আমাদের হরিণজন্ম তবু উড়ে যেতে সক্ষম
ডুবে যেতে সক্ষম অতল ডাঙায় কেননা আমাকে
তিনি
চোরাবালির মতোই টেনে নিলেন,- তারপর আর কিছুই মনে নেই