স্বাধীনতার এত বছর পরেও
আজও কাঁদে মানচিত্র।
তন্দ্রায় আমি এখনো শুনি
চলন্তবাসে ধর্ষিতা
বোনের কাতর চিৎকার
দু’চোখে ঘুম আসে না
সারারাত আমার ঘুম আসে না
একি তবে স্বাধীনতা
নাকি শব্দ স্বাধীনতা
তবে আজও কেন
ডাস্টিবিনের ময়লার
ভাঁজে ভাঁজে অন্ন খুঁজে উলঙ্গ শিশু।
আজও কেন স্যাতস্যাতে
পুঁথিগন্ধময় ফুটপাতে
মায়ের সঙ্গে ঘুমায় জীর্ণ শিশু
চালের গুদামে
আজও কেন জড়ো হয়
অনাহারি মানুষের হাড়
বড় জানতে ইচ্ছে করে
একি তবে স্বাধীনতা
নাকি স্বাধীনতার নামে
পরাধীনতার গরম চুম্বন
তাই,
স্বাধীনতার এত বছর পরেও
আজও কাঁদে মানচিত্র
কাঁদে মানচিত্র
মানচিত্র।