মেহেফিল -এ- শায়র ফারুক নওয়াজ (নির্বাচিত কবিতা)
মা তুমি কী
মা তুমি কী উদাসপারা
সাঁঝের তারা?
চাঁদের পাশে ঝিলমিলিয়ে জ্বলো?
মা তুমি কী বলো.?
তুমি কী সেই শুকতারাটি যাও মিলিয়ে
ভোরটি যখন হলো!
মা তুমি কী জোছনা রাতে
পিয়াল বনে
ছড়িয়ে থাকা মায়া?
জোনাকজ্বলা নীল আঁধারে
ময়ূরপাখায় লুকিয়ে থাকা কায়া…?
তুমি কী মা চায়া ঝোপের
আদর মাখা ছায়া?
দিনের শেষে ঝিরঝিরিয়ে
ঝাবুক বনে
যখন বহে হাওয়া-
মা তুমি কী সেই হাওয়ারই
পরশ হয়ে
জুড়িয়ে পরান
উধাও হয়ে যাওয়া?
মা তুমি কী দুপুর বেলায়
ইমলি বনের মিষ্টি পিউ পাখি?
তুমি কী মা পাপড়িঝরা
মউল ফুলের
মনকাড়া সুখ
সুবাস-মাখামাখি?
মা তুমি কী? কী তুমি মা বলো..?
তুমি কী নীল মেঘের পরী
মেঘের গাঙে
নাও বেয়ে রোজ চলো?
মা তোমাকে যায় না বোঝা
বৃথাই খোঁজা
সারাটি দিন লুকিয়ে তুমি থাকো–
মাঝনিশিতে ঘুমের জাদু
নামলে চোখে
স্বপ্নমায়ায় জড়িয়ে আমায় রাখো।
মা তুমি আজ স্মৃতির মেয়ে
হারিয়ে যেয়ে
বাড়িয়ে রাখো মায়া..
মা তুমি নেই, সত্যি কী নেই?
সবখানেতেই
ছড়িয়ে তোমার ছায়া!
তোমার ছায়ায়
তোমার মায়ায়
ক্লান্তচোখে ঘুম এসে যায় রাতে.
কে বলেছে নেই মা তুমি?
তুমি আছো, আছো আমার সাথে।