মেহেফিল -এ- শায়র তাহমিনা শিল্পী (নির্বাচিত কবিতা)
by
·
Published
· Updated
বর্ষাবন্দনা
প্রথম আষাঢ় দিন।
মেঘ নেই,বৃষ্টি নেই। রোদের রঙ ধূসর;
সবুজ দৃষ্টি বহুদূর…..
সেখানে পাহাড়,নদী,ঝর্না এবং বন।
মেঘেরা ভীষণই চঞ্চল,
দিনমান তাদের ব্যস্ত ছুটোছুটি।
চলতে চলতে ধাক্কা লাগে একে অন্যের গায়
ঝুরঝুর করে নেমে আসে বর্ষা
নিমিষেই লাল মখমল মন।
চোখের নীল সরোবরে ভেসে যায় হিজল-তমাল!
শাড়ির আঁচল হাওয়ায় উড়ে গেলে,
মেঘজলে ভাসে হিজলবন।
মিষ্টিমধুর অভিমানে কদম হেসে উঠতেই,
প্রণয়প্রার্থী জলময়ূরীর মন।
…..অতঃপর বর্ষাবন্দনা!