মেহেফিল -এ- শায়র আহমদ মতিউর রহমান (নির্বাচিত কবিতা)
by
·
Published
· Updated
আমার স্বদেশ
সবুজ সুখের আমার স্বদেশ
পাখ পাখালির গান
সবুজিমার ভালবাসায়
নেচে ওঠে প্রাণ!
পান সুপুরির ধান সুপুরির
আমার সোনার দেশ
গাঁয়ের ওপর নিতুই বহে
পূবাল বাঁয়ের রেশ
পুবাল বায়ে আকাশ নদী
ছন্দ সুখে কাঁপে
আমার স্বদেশ নিত্য হাসে
হলদে রোদের তাপে
হলদে রোদে অনেক স্নেহ
অনেক মায়া আছে
তাইতো আমার সোনার স্বদেশ
প্রিয় আমার কাছে!