মেহেফিল -এ- শায়র আলম তৌহিদ
শতাব্দীর আর্তনাদ
শুনেছি বন-বৃক্ষের গল্প,
বিহঙ্গের মেঘভেজা ডানাতে বাতাসের গান।
পশুদের এই অরণ্যে, বহুকাল আগে
অভয়ের ডানা মেলে, ওড়ে যেত প্রজাপতি।
এখন গিরি-পাহাড়ের খাঁদ, সরু পথের বাঁক,
শুভ বিনাশী অসুরের ফাঁদ।
বিত্রস্ত্র তুলারু, পায় না তো নিরাপদ বিবর,
কেবল ছুটে যাওয়া, দিকহীন দিকে
আমিও অনন্তের যাত্রী, দিক নেই,
শির নেই,
নেই শিরস্ত্রাণ, বোঝি না বুকের ভেতর,
কীসের কৈছালি।
হয়ত বা শতাব্দীর আর্তনাদ, আমি তার বাহক।
বৃহস্পতি
কোন আকাশে থাকো তুমি,
সেখানে কি ওড়ে আসে মেঘ,
বায়ুমণ্ডলে ঝড়ের তান্ডব, সুকাল-কুকাল,
মৌসুমি হওয়া, বৃষ্টির মাত্রা কেমন,
আছে কি খরতর নদীর ধারা, মজা পানাপুকুর,
অবাঞ্ছিত শৈবাল, বিহঙ্গের স্বাধীনতা, অভয়ারণ্য,
লাইলী-মজনুর মতো রৌদ্র-ছায়ার জুটি ?
সাদাচোখে কতদূর আর দেখা যায়,
একবার নক্ষত্রকে জোনাকির মেলা ভেবে,
নাগরদোলায় চড়ার অভিলাষ জেগেছিল মনে।
জানই তো আমার দূরবীন নেই, চির বিপ্রলব্ধ
মানুষের, থাকে না দূরবীন।