ঈদ কাটালাম সাদামাটা নামাজ নিজের ঘরে,
সুখ আনন্দের কোলাকুলি রেখে বালুর চরে।
নতুন পোশাক,জামা,জুতা, কেনা কাটার ছলে,
পরিবারের সবাই মিলে ছুটতো দলে দলে।
এবার এলো অন্য আমেজ ভিন্ন ঈদের রুপ,
সবাই মিলে গুনছি প্রহর ভয়াল মৃত্যু কুপ।
শিশু যুবা, ছেলে বুড়া,পাড়ার যতো লোক,
নিরাপদে থাকছে সবাই যতই আপন হোক।
বিশ্ব যেনো মহা নিঃস্ব আমরা হলাম একা,
মহামারীর মরণ ভয়ে করছেনা কেউ দেখা।
বাবা মা’কে গ্রামে রেখে আমরা নগরবাসী,
কেউবা আবার দূর -বিদেশে কেউবা পরবাসী
ছেলে মেয়ে,বৌ,অথবা কেউবা স্বামীর সাথে,
তার ,তরঙ্গে বলছে কথা দিবা কিংবা রাতে।
এমনি করে কাটছে সময় শান্তি , শোকের মাঝে,
আশার স্বপন দেখছি কেবল সকাল দুপুর সাজে।
পাপের ভারে ডুবছে ধরা, পুড়ছে তেপান্তর,
শূন্য হলো বসত বাড়ী, নগর ও বন্দর।
খোদার কাছে করছি দোয়া করছি ইবাদত ,
ক্ষমা করে ,পার করে দাও পুলসিরাতের পথ।