মেহেফিল -এ- শায়র আবদুর রাজ্জাক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রূপাশ্রিতা
অনেক আগের কথা, মনে নেই তোমার। রাইরূপী কানন,
নিমবৃষ্টির রজনী, উন্মুক্ত হাওয়ায় নিদ্রার পরশ,
আশ্বিনের উপচ্ছায়া পাড়ি দিয়ে
পৌঁছুতে পারিনি।
মধ্যযামে বনকুসুমে কালোচাঁদ নেকাব খুলে দেখিয়ে দিয়েছে
নথ নেই তার,
একে অন্ধ, তারপর কণ্ঠে বোবা, পাপের ঘরা পুরোটাই ভরা,
বেশী অধিক হওয়ার প্রয়োজন নেই, যুদ্ধে যাবো না,
আড়াই ঘরের তিন হাজার অশ্ব, কতো শত পাহাড় পাড়ি দেবে,
যা বিস্তৃত হয়ে আছে, সৌদের রাজ্যে।
মধুর বরষা, বাংলার বরষা, চক্ষু মেলিয়া দ্যাখো: কী সুন্দর——
অপূর্ব হাসিটি তোমার।
সন্যাস যতো দীর্ঘই হোক, হরিনিদ্রার পর বিব্রত হয়েছি তোমাকে
দেখে, সেদিকেই যেতে পারি যে দিকে তোমার দু’খানা পা,
যেখানে চতুরতাহীন দীর্ঘশ্বাস।
বেঁচে থাকার প্রয়োজন নেই, বরং সেদিকেই যাবো যেদিকে
গোপন আয়নার থেকে উড়াল দিয়েছে প্রতিশ্রুতি, আমার।