বিশ্ব কবিতা দিবসে শৌর্যদীপ সান্যাল
by
·
Published
· Updated
মায়া-তর্জমা
জনতার ভীড়ে তুমি লুকিয়ে রেখেছ ভীরু চোখ,
আদিমের অভিধানে তোমার সংযোজন বাতিল
সমস্ত নীরবতা খুঁটে খায় আধভাঙ্গা নখ,
আমরা দরজা এঁটে চুমু হাতে উল্লাসে মাতি।
তোমার বাজার করে ফেরা ওই ব্যাগের গভীরে,
আমাদের ফেলে আসা দিন তিনেকের ঘর বাড়ি।
কান্না লুকিয়ে ফেলা সাবলীল ব্যাথার নিবিড়ে,
লজ্জায় চোখ মোছে ছুঁয়ে দেওয়া প্রেমিক আনাড়ি।
অজ্ঞাতবাস থেকে ফিরে এসে ডেকো, প্রিয়তমা!
আমি যদি নাও থাকি, থেকে যাবে মায়া-তর্জমা।