বিশ্ব কবিতা দিবসে শুভশ্রী সাহা
by
·
Published March 21, 2020
· Updated August 23, 2020
প্রার্থিত
তারপর একদিন সব কথা ফুরিয়ে গেলে
পরিযায়ী পাখির মত সম্পর্ক উড়ে যায়
নতুন ঋতুর খোঁজে–
–
চিকন রোম ভরে যায় পাখির ডানায়
ক্ষতের পরিধিতে উষ্ণ স্পর্শ মিলিয়ে
দেয় যাপিত ব্যথা
শেষ রাতে একা চাঁদে দাগ থাকে কোথাও
জানলা দিয়ে গলে আসা নিকষ অন্ধকারে
কষ্ট দানা বাঁধে রোজ–
–
মসৃন ঠোঁটের পেলবতা পেরিয়ে
চৈত্রের মাঠের ফুটিফাটা রোদ্দুরের তাপ
সেখানে নেই ভিজে ধান—
পরিযায়ী পাখিরা জল খোঁজে শিশিরের
খড়ের চালায় কুটো বাছে একাগ্রমনে
নিশ্চিন্ত বর্ষার আশায়
বাঁচার জন্যে চাই ভাত জল, মুঠোভরা সুখ
পোয়াতি নারীর ওমে সেরে ওঠে
বাঁজার অসুখ-
অ প্রার্থিত
তুমি শরীর ছুঁয়েছ, ঠোঁটে রেখে ঠোঁট,
কতটা পেরিয়েছি পথ, কতটা আঘাত
অন্ত হীন আলো যে জ্বালিয়েছি নিভৃতে,
মেটাতে পারিনি কেউ সহজে,
থেকো তুমি হৃদয় গভীরে,
বাসনায়, কিবা দিন কিবা রাতে..
সঙ্গম হীন কামনাও তো ব্যাকুল হতে পারে!