• Uncategorized
  • 0

বিশ্ব কবিতা দিবসে রবীন বসু

কবিতা দিবস 

[ ২১ শে মার্চ বিশ্ব কবিতা দিবস ]
তোমাকে অঞ্জলি দিলাম আমার যাকিছু সব
ফল ফুল জল দিলাম আর বেল তুলসীপাতা
অগরু চন্দন দিলাম, কাংস্য-শঙ্খ ঘণ্টাধ্বনি
তুমুল ভক্তি নিয়ে অর্চনার ডালি ভরি রোজ
তবুও অধরাই তুমি বর্ণমালা, কবিতার রানি
কবিতার দিনেও তুমি একা হাঁটো অভিমানী l
কেন এত অভিমান? দূরত্বে ফারাক যোজন
অসহায় দুর্বল পা, অশক্ত শরীর নিয়ে হাঁটো?
স্থবিরতা খেলা করে চতুর্দিকেই, সমূহ বিষাদ
অবসাদ ঘিরে রাখে আমাদের প্রাত্যহিকতা l
খননেই বীজ বুনি পরিচর্যায় যত্নে ঢালি জল
অঙ্কুরিত পত্রলতা যাপনের ধরে রাখা ফল l
কবিতা দিবস ঘিরে আমাদের সব উদ্দীপনা
সংশয়ে ব্যাকুল হোক প্রত্যাশিত সন্দিগ্ধ-মনা l

বুকপকেটে কবিতা

কী করে স্পর্শ করি তাকে? কী করে হাতে হাত
রাখি বল? এই যোজন বিস্তৃত দূরত্ব
এই অন্ধকার আলোহীন সমুদ্র-প্রান্তর
তাকে কী করে অতিক্রম করি?
সমস্ত অনায়ত্ত আয়ত্তে এনে অকালবর্ষণে ভিজি?
ভেজা তো আমরণ ক্ষুধা, আশৈশব হাতের ফড়িং
ফরফর বর্ণমালা, আমার মায়ের সংসার গোছানো l
অনন্ত আলপথে স্মৃতির গুঁড়ো, কিছু চিহ্ন অবশিষ্ট
বুকপকেটে কবিতা রেখে তাকে তবু ছুঁতেও পারিনা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।