বিশ্ব কবিতা দিবসে অজন্তা রায় আচার্য্য
by
·
Published
· Updated
আমার নৈবেদ্য
এক একটি মৃত্যু
জীবনের এক একটি তার ছিঁড়ে দিয়ে যায়,
তুমি শিখিয়ে দাও
মৃত্যু কে কেমন করে জয় করতে হয়,
ভেতরের গুমরে থাকা কান্না গুলো
কেমন মুক্তো ছড়ায় তোমার স্বরলিপিতে,
যন্ত্রণার আগাগোড়া অনুবাদ তোমার কলমে,
পাথর চাপা মনের গহ্বর কিছুটা হালকা হয়ে যায়,
অপাপ রবিরশ্মির প্রথম কিরণের মতো মায়ায়
খুব সন্তর্পণে বপিত হয় সেরে ওঠার বীজ,
কোন মৃত্যুই আর আমার কাছে মারী নয় ,
শোকের মানে এখন সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়,
এত বিচ্ছিন্নতার মধ্যেও কেমন করে মিশে আছি তোমার সাথে।
তুমি সাজিয়ে রেখেছো গীতাঞ্জলি
আমি সেখান থেকেই নৈবেদ্য সাজাই।।