“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় দ্বীন মোহাম্মাদ দুখু by · Published June 21, 2020 · Updated June 21, 2020 বাবা বাবা মানে সবুজ পাতা ছায়া দেওয়া গাছ, ফুল; বাবা মানে এক ট্রুথ চেকার বুঝে যায় যা হয় ভুল। বাবা মানে আলোর মশাল ঘোর আঁধারের দিশা, বাবা মানে শোক রিমুভার ঘুচায় অমানিশা। বাবা মানে আগুন পাখি ভেতর নরম কাঁচা, বাবা মানে শক্ত দুই হাত ড্রিম দেখানো খাঁচা। বাবা মানে ভাগ্য লেখার মুক্ত একটি আকাশ, বাবা মানে একটি শিশুর বাঁচার আশা, নিশ্বাস। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love