তার সর্ব সাধুতার উৎকৃষ্ট ফসল পরিহার্য
আমাদের উৎস্যার এ অনুশীলনের বাধ্যতায়
মহত্তর আদর্শের কোনো সৈনিক হ’তে শেখায়
বৃহত এ পৃথিবীতে পথ খুঁজে পেতে আত্ম স্বার্থ
ছায়া মাত্র তার জীবনের অভিধানে স্বাভাবিক
পরম আত্মীয় যেন বহুজনমের ৠনশোধ
একদিন ছায়ায় দেব প্রশান্তি বয়স্ক জরাবোধ
প্রকৃত নদীর দুই পার মিলবে না তো কোনোদিন