“নারী-দি-বস” উদযাপনে চৈতালী চট্টোপাধ্যায়
ভানুমতী ১
মায়াশহরের মেয়ে
পোড়াকাঠ খেয়ে দিব্যি সজলতা এনে দিতে পারি
বলে লোকেরা পেটচুক্তিতে নিয়ে যায়
খুব ছোটবেলায় একটি কিন্নরের ঘরে বিয়ে হয়েছিল
তাই বমির সঙ্গে আজও সাতসুর উঠে এসে
ওদের আনন্দ দেয়
‘মেয়েজন্মের ভারী দুঃখ, দিদি‘ মেয়েরা জানালে
গায়ে বেঁধে দিই পুঁতি–বসানো ডানা, তারা উড়ে যায়
মায়াশহরের মেয়ে
আমি মনে–মনে হাসি জানি
আকাশে কান্নার শব্দ ভেসে এলে মন্ত্র পড়ে নামিয়ে আনব
ভানুমতী ২