“নারী-দি-বস” উদযাপনে উমা মাহাতো
।।ষষ্ঠসতী এবং।।
১।অহল্যা
ঘাস,পাথর,মাটি..
এসো মিশে যাও আমার সঙ্গে
ছলনা তো চিরকাল স্বর্গীয়।আছে কিংবা নেই।
প্রকৃতি পুরুষের অহঙ্কার হোক।
২।দ্রৌপদী
যুদ্ধ পরবর্তী দিনগুলো প্রেমহীন
প্রস্তুতিও ছিল তথৈবচ
আগুণে ঝলসে যাইনি বলে আজও আমি কৃষ্ণা
‘সখা হে এলে না…..’
৩।কুন্তী
কাউকে কিচ্ছু লুকোতে চাইনি কোনদিন
কেবল জমে থাকা অনেক অনেক কালো,সূর্যের নেপথ্যে..
মেয়ে কালো,মা কালো,স্ত্রী কালো…এবং নারী আলো
হে কর্ণ,হে কুরুক্ষেত্র..
আমার কেবল বলতে চাওয়া
৪।তারা
জয় শ্রীরাম!!
ব্যঙ্গার্থে নয়।ভালোবেসেই উচ্চারণ করছি।
আগামী দিনের অযোধ্যার রাজনীতি
লিখে গেলাম আমি ই।
৫।মন্দোদরী
জন্মই যদি এমন অভিশপ্ত হয়, হে দেবাদিদেব..
নারীর সম্মানে যুদ্ধ জয়,আর এক নারী কে লাঞ্ছিত করে
আমি ধর্ষণের যোগ্য
কেননা, আমার নারীত্ব তোমার শ্রেষ্ঠ পুরুষকারের পরাজয়ের কারন হতে পারে!!
৬।সীতা
পঞ্চ-তালিকায় নেই তো কী হয়েছে!
আমার মন-মা-টিই আমার স্বদেশ।
প্রতিবাদ বহু ভাবে করা যায়
কাগজও তো আসলে গাছ-ই
প্রতিবাদী শিকড় মাটি থেকেই উঠে আসে।
শাখায়, পাতায়, ফুলে তার মুক্তিসৌরভ!
সুঘ্রাণ নাও।খোঁজ নাও, সে অন্তরে পরবাসী কি না!