সাপ্তাহিক ধারাবাহিক সিরিজ কবিতায় সৌরাংশু সিনহা (পর্ব – ৫)
সব মরণ নয় সমান (৯)
খান চারেক রবীন্দ্র সঙ্গীত শোনার পরই হঠাৎ তোমার অভাব টের পেলাম।
যে জায়গাটায় মিড় ছিল ঠিক সেখানটাতেই টনটন করে বেজে উঠল
অভাববোধ আসলে মানুষ দেখে আসে না।
নিজের কয়েকটা খালি জায়গা ভরাট হবার পর হঠাৎ সরে গেলে মেহফিলও বনজর হয়ে যায়।
অথচ, ডালে ডালে বসিনি কখনই
সংসার আমার জন্য ছিল নাই মনে হয়
কিন্তু বসন্তে তো কোকিল ডাকে না আর
ফিরে যেতে চাই, ডুবে থেকে থেকে ভেসে যেতে চাই
কতবার যেন ফিরে এসে দেখি,
তানপুরার তিন নং তার বেসুরে বাঁধছে তান
মনে পড়ে, মনে হয়,
অলীক বৃষ্টিতে, তেষ্টা মিটেছে কি কখনও?
সব মরণ নয় সমান (১০)
এভাবে কিছু হয়না হয়তো, হয়নি কখনও
তবু ফিরে আসতেপারিভাবতেভালোলাগে।
তোমার ঘরখানাচৌকোমতো, আমারটারআগলনেই
আমিচুলবেঁধেরাখি আর তুমি লাগামহীন
পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে বসলে হয়তো দেখা যাবে
কোনও মিলইনেই
তবুবিপরীত দিকে বসেথেকে পিঠে পিঠঠেকে থাকে।
সেভাবে ভাবলে কিছু হয় না হয়তো, হয়নি কখনও
তবুও তোমার জন্য কোনও একদিন ডুবে যাব
ভাবতেওভালোলাগে।
আসলে না হলেও তো কিছু একটা থাকে,
যাকে ডুবে যেতে যেতে দেখলে খড়কুটো বলে মনে হয়।
অথবা মৃত্যু বলেচিনিতাকে, যার আর কোন পর থাকে না।।