মধ্যরাতের রাগ মালকোষ -এ এই গান রচনা করলেন রবীন্দ্রনাথ ।
মালকোষ রাগ যা গাইবার সময় বলা হয়ে থাকে মধ্যরাত যে রাগ ভৈরবী রাগের ঠাটে তৈরি সেই রাগে বাঁধা গানের মধ্যে সঞ্চার করলেন আনন্দের জয়গান ।
দিবস রজনী সব একাকার হয়ে গেলো এই রাগে।
ভারতীয় হিন্দু শাস্ত্রীয় সঙ্গীতের রাগের ভান্ডারের মধ্যে অন্যতম হলো এই রাগ ।
যার সুর লহরী আমাদের মনে আনন্দের অশ্রুধারা নিয়ে আসে।
অতি প্রাচীন রাগ গুলির মধ্যে অন্যতম এই রাগটি ।
বলা হয়ে থাকে মহাদেবের ক্রোধ শান্ত করার জন্য এই রাগ গাওয়া হয়ে থাকে ।