এমন বিভিন্ন বন্দিশে এই রাগ গীত হয়।ভারতীয় শাস্ত্রীর সংগীত শিখতে হযগেলে প্রধানত ইমন, বিলাবল এবং এই রাগটি দিয়েই শেখা আরম্ভ হয়।এই রাগটি কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতে ‘মোহানাম’ নামেও বিশেষ পরিচিত।
এই রাগটির বন্দিশ সৃষ্টির ক্ষেত্রে প্রধানত লক্ষ্য রাখা হয় যেন তা ভক্তিরসাশ্রিত হয়।
এই রাগের মাথায় বাদী স্বর ‘গা’ এবং সমবাদী ‘ধা’ ।
এই রাগটি কল্যাণ ঠাটের অন্তর্গত ।
অন্যান্য সকল রাগের মতো এই রাগ তার নিজ মহিমায় মহিমান্বিত।
বিভিন্ন আধুনিক গান এই রাগের দ্বারা রতিত হয়েছে বিভিন্ন সুরকার দের দ্বারা।
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের শিক্ষা গ্রহনের ক্ষেত্রে এই রাগটি শিখতেই হয় কারণ এই রাগের দ্বারাই ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রতি আকর্ষণ তৈরী হয় সকল শিক্ষার্থীর ।