দুটি কবিতায় শীতল বিশ্বাস

“জীবনের – গান “
যে শব্দ আর্তনাদ নিয়ে আসে
তার নাম দিও পরাভৃত
অলংকারের রোশনাই ভালবাসে
চাঁদের আলোয় তাকে কর আবৃত
উঠোন-বাথান বাতাসের ডালপালা
স্তব্ধ আবেগে খদ্যোৎ জ্বলা দীপে
পাহাড়ে-নদীতে-সাগরের পাঠশালা
একাকার হও–জ্বলে উঠি অধীপে
শব্দে যতই আর্তনাদের গান
আমরাই হবো চেতনামৃত প্রাণ
“প্রতিচ্ছবি “
প্রতিদিন ছক কষা—
প্রাচীন ইচ্ছে গুলো বাগাডুলি খেলে,
খুন্তি উপছে পড়ছে যে তাপ
তার যোগ বিয়োগে সংসার নেই
কেবল চড়াই উতরাই-
জীবনের সাথে দেখা হয়
কোন বাঁকে,
মরণের কোন ইচ্ছে নেই
টগবগে সেই যুবকের
সাথে হাঁটতে—-