• Uncategorized
  • 0

দুটি কবিতায় শীতল বিশ্বাস

ভালোবাসার জায়গা অনেক, মূলত কবিতা, তবে নড়চড় হয় গল্প, ভ্রমণ কথা ইত্যাদিতে,আমি শীতল বিশ্বাস, বাঁকুড়া সদরে থাকি,ঠিকানা-শ্রীনগর পল্লী, কেন্দুয়াডিহি ।

“জীবনের – গান “

যে শব্দ আর্তনাদ নিয়ে আসে
তার নাম দিও পরাভৃত
অলংকারের রোশনাই ভালবাসে
চাঁদের আলোয় তাকে কর আবৃত
উঠোন-বাথান বাতাসের ডালপালা
স্তব্ধ আবেগে খদ্যোৎ জ্বলা দীপে
পাহাড়ে-নদীতে-সাগরের পাঠশালা
একাকার হও–জ্বলে উঠি অধীপে
শব্দে যতই আর্তনাদের গান
আমরাই হবো  চেতনামৃত প্রাণ

“প্রতিচ্ছবি “

প্রতিদিন ছক কষা—
প্রাচীন ইচ্ছে গুলো বাগাডুলি খেলে,
খুন্তি উপছে পড়ছে যে তাপ
তার যোগ বিয়োগে সংসার নেই
কেবল চড়াই উতরাই-
জীবনের সাথে দেখা হয়
কোন বাঁকে,
মরণের কোন ইচ্ছে নেই
টগবগে সেই যুবকের
সাথে হাঁটতে—-

 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।