দিব্যি কাব্যিতে দীপশিখা চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
জটিলতা
মনকেমনের চাঁদ ঝুলছে আকাশে,
চেনা বৃত্তের ঘেরাটোপে অসহায় এক নগ্নতার আলো;
যেন খুচরো করে মুছে ফেলা বিষাদ!
নীল হয়ে ওঠে খামখেয়ালি সময়ের খোঁজ,
তোমাকে ছোঁয়ার জন্য উপেক্ষা করেছি এই আভিজাত্যের শোক,
মাঝে মাঝে চুপ থাকতে শিখেছি!
অনায়াসে ভেঙে ফেলেছি সহজ স্পর্শের সবটুকু আলতো টুকরো,
এখন বুঝি,
সম্পর্কে হয়তো দ্বিধা থাকাটাই ভালো!
অথচ শুধু হাতে হাত রাখলেই লেখা হয়ে যেতো শত শত কবিতা,
প্রশ্নের জটিলতায় যতবার স্তব্ধ হয়েছে সময়,
মুহূর্তেরা বলে ওঠে-
“সবকিছুর উত্তর খুঁজলে হেরে যায় ভালোবাসা”।