সেদিন তোমাকে ঘাসের বুক থেকে
এনে দিয়েছিলাম শিশির কণা
জীবন ভেবে যখন ঠোঁটে জড়ালে
তখন আমি
বৃষ্টির সাথে অভিসারে
আর সে তখন হারাচ্ছিলো ক্রমশঃ
অরণ্যের পারাবারে
সবুজ জীবন্ত ময়দানে।
অতীতের বিরান সভ্যতা থেকে
যেখানে উড়ে এসেছিলো একঝাঁক নীলকণ্ঠ পাখি।
একটু দাঁড়াও প্রিয়া,
আমার মাটি খোঁজা –
এখনো বাকি
অতল অন্ধকূপে আজও জীবন্ত যে ভিসুভিয়াস
তার সাথেও কাটাতে হবে কিছু শীতল মূহুর্ত
তোমার সত্তা ততদিন না হয়
বেঁচে থাকুক স্মৃতিকাতরতায়
অথবা খুঁজে দেখো শরীরের কোণ
যেখানে ছাপ রাখে স্পর্শের দাবানল।